প্রতিকূল আবহাওয়ার কারণে কাউন্সিলর আজাদ ঘুড়ি উৎসব স্থগিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:১৯:৪০ অপরাহ্ন
প্রতিকূল আবহাওয়ার কারণে ‘কাউন্সিলর আজাদ ঘুড়ি উৎসব ২০২৩’ স্থগিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘুড়ি উৎসবের পূর্বনির্ধারিত তারিখ ২১ জানুয়ারিসহ চলতি মাসে শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এই উৎসব স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের আয়োজক সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
এক বিবৃতিতে কাউন্সিলর আজাদ জানান, আগামী ২১ জানুয়ারি ঘুড়ি উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২১ জানুয়ারিসহ চলতি মাসে সিলেটে শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ কিংবা ঘনকুয়াশা এবং বৃষ্টি হলে ঘুড়ি ওড়ানো সম্ভব হবে না। তাই প্রাকৃতিক কারণে পূর্ব নির্ধারিত তারিখে ঘুড়ি উৎসবের আয়োজন করা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।