আখালিয়া নোয়াপাড়ায় মাদ্রাসা শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৩২:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : আখালিয়া নোয়াপাড়ায় এক মাদ্রাসা শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বন্ধন বি/০১ মছব্বির ভিলার গ্রীল ভেঙ্গে ৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। গত ৯ জানুয়ারি রাতে চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে নূরে মাদীনা মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আবুল কালাম আজাদ জালালাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই মাদ্রাসা শিক্ষক জানান, জটিল রোগে আক্রান্ত তার এক কন্যা শিশুর চিকিৎসার টাকা ঘরের আলমারিতে তালাবদ্ধ করে জালালবাদ থানার রায়েরগাঁয়ে নিজ বাড়িতে যান। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে বাসায় এসে দেখেন আলমারির তালা ভেঙ্গে নগদ ৩ লাখ ৭৩ হাজার টাকাসহ ৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।
মাওলানা মো. আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলেও পুলিশ সেটি রেকর্ড করতে কালক্ষেপণ করছে।
যোগাযোগ করা হলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার এসআই লোকমান আহমদ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।