বিয়ানীবাজারে ২৬০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৩৩:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজারে ২৬০ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েজ মদসহ কালাম (৩৭) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে গতকাল শুক্রবার ভোর সোয়া ৬টায় উপজেলার মইয়াখালি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি মইয়াখালি এলাকার মৃত মড়াই মিয়ার পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, জব্দকৃত মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ করে রেখেছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।