মাধবপুরে অর্ধশত অসহায় মানুষের মাঝে লেপ বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৪১:৫১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর ‘ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ’ এর উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে অর্ধশতাধিক লেপ বিতরণ করা হয়েছে। মাধবপুর প্রেসক্লাব প্রাঙ্গণে শুক্রবার বিকেলে মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে মাধবপুর প্রেসক্লাবে শীতার্ত গরীব অসহায় অর্ধশতাধিক নারী পুরুষের মাঝে লেপ তুলে দেন।
এ সময় মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক লিটন পাঠান, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর সভাপতি তৈয়ূমুজ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক সুফল মোদক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।