শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছে যাবে এ মাসেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৪৪:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত বছর বিদ্যুতের ঘাটতি ও বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে প্রেসে বই ছাপাতে কিছু সমস্যা হয়েছে। তবে এ মাসের মধ্যেই বা এ সপ্তাহের মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে শতভাগ নতুন বই পৌঁছে যাবে বলে আশা করছি।
নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামে সবাইকে অভ্যস্ত করতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবর্তীতে শিক্ষাক্রমে শিক্ষার মান আরও বাড়বে বলে তিনি আশা করেন।
গতকাল শুক্রবার সকালে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।