ছাতকে খুন ডাকাতিসহ বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৫০:৫১ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে বিশেষ অভিযান চালিয়ে খুন, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ছাতক পৌরসভার বাশখালা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলো, বাশখালা এলাকার আরব আলীর পুত্র সালাম (২৫), আকবর আলীর পুত্র কাশেম (২৬) ও ফজর আলীর পুত্র লেচু মিয়া (৩২)।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ২১টি মামলা রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।