৩য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
খেলাধুলায় শারীরিক ও মানসিক বিকাশ ঘটে — হাবিবুর রহমান এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৮:৫৪:৫৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নিয়মিত খেলাধুলায় শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে। বেশি করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। দক্ষিণ সুরমায় অগ্রাধিকার ভিত্তিতে বেশ কয়েকটি মাঠের সংস্কারসহ উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় সিলেট নগরীর ৪০নং ওয়ার্ডের ইছরাব আলী হাই স্কুল ও কলেজ মাঠে ৩য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা সৈয়দ আলী আজম মুকুল এর সভাপতিত্বে ও ইব্রাহিম খলিল ও তালহা আহমদ এর যৌথ পরিচালনায় উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, শাকিল আহমদ দুলাল, ওয়াহেদ আহমদ।
এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলী রাজা, সাবেক কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, সাবেক মেম্বার কামাল আহমদ কাবুল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন মিঠু, জনতা ক্লাবের সহ সভাপতি মাহমুদ হোসেন শাহিন, এহতেশামুল হাসান লয়েছ, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, রেজার করিম রাজন, আব্দুল আলীম, সাব্বির আহমদ সুহেল, জমির উদ্দিন, ওহিদুল ইসলাম, সালমান আহমদ রিমন, সদরুল ইসলাম, শাহনুর খান, আমজাদ আহমদ, উজ্জল আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় এমকে গ্যালাকটিকো ও বাগলা ফুটবল একাদশ মোকাবেলা করে। টুর্নামেন্টে সিলেট জেলার সেরা ৩২টি দল অংশগ্রহণ করছে।