আজমিরীগঞ্জে আগুনে পুড়লো পেট্রোলের দোকান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৯:০৩:৪০ অপরাহ্ন
আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা : আজমিরীগঞ্জে গভীর রাতে আগুনে একটি জ্বালানী তেলের দোকান পুড়ে ছাঁই হয়েছে। খবর পেয়ে বানিয়াচং উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটায় পৌরসভার লালমিয়া বাজার সংলগ্ন এলাকার মখলিছ মিয়ার দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে লালমিয়া বাজারের এক ব্যবসায়ী প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের বাইরে আসলে মখলিছ মিয়ার দোকানে আগুনের শিখা দেখে আর্তচিৎকার করেন। এতে পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি দল রাত আনুমানিক সোয়া তিনটায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে দোকানঘরটি পুঁড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিক মখলিছ মিয়া জানান, দোকান ঘরের জায়গাটি ভাইস চেয়ারম্যান সজীবের। কয়েক সপ্তাহ থেকে তিনি দোকান ঘরটি ছাড়তে তাগাদা দিচ্ছেন। কিন্তু তিনি সময় চেয়েছেন নতুন দোকার ঘর খোঁজার জন্য। কয়েক দিন আগে সজীব এসে দোকান না ছাড়লে ভেঙ্গে বা পুঁড়িয়ে ফেলবে বলে হুমকি দেন। দোকানে পাঁচ লক্ষ টাকার মালামাল ছিলো। ঘরসহ এতে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার নব কুমার সিংহ জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আজমিরীগঞ্জে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুন লাগার কারণ জানা যায়নি।