মহেষখলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সংস্কারের অভাবে পরিত্যক্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৩, ৯:০৪:৩০ অপরাহ্ন
গিয়াস উদ্দিন রানা, ধর্মপাশা থেকে : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলাধীন ভারতের সীমান্তবর্তী মহেষখলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটি সংস্কার ও মেরামতের অভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই স্মৃতিসৌধের পাশে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের একটি গণকবর।
বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন এলাকায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনটি স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দেন। এতে কোটি টাকা ব্যয়ে একটি স্মৃতিসৌধ নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভারতের সীমান্তবর্তী মহেষখলা বাজার সংলগ্ন শহীদ বীর মুক্তিযুদ্ধের গণকবরের পাশে নির্মাণ করা হয়। বর্তমানে স্মৃতিসৌধটির দরজা, জানালা ও প্লাস্টার ভেঙ্গে পড়ছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই স্মৃতিসৌধ সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অপরদিকে, স্মৃতিসৌধটি মহেষখলা নদীর তীরবর্তী হওয়ায় নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল হক বলেন, অনেক শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে মহেষখলা মুক্তিযোদ্ধাদের গণকবরের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে। এতে আমরা গর্বিত। কিন্তু ওই স্মৃতিসৌধ তত্ত্বাবধানের জন্য সরকারিভাবে একজন লোক নিয়োগ দিলে মূল্যবান স্মৃতিসৌধটি অতি অল্প সময়ে নষ্ট হতো না।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহীদ হাসান খান বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। মহেষখলা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ সরেজমিনে পরিদর্শন করে সংস্কার ও মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।