সাংবাদিক সুনীল সিংহের মাতার পরলোকগমন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:২২:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার সুনীল সিংহ এর মাতা প্রমিলা সিনহা পরলোকগমন করেছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়াস্থ (দোয়েল ৪০) নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি ২ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার রাতে চালিবন্দরস্থ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রমিলা সিনহা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিশগাঁও পরগনার জমিদার বিজয় রত্ন চৌধুরীর নাতনি ছিলেন। তার স্বামী ছিলেন মাছিমপুর মণিপুরী পাড়ার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী সুশীল সিংহ। প্রমিলা মণিপুরী সমাজের সামাজিক নানা কর্মকান্ডে অংশ নিতেন। তাঁর মৃত্যুতে মণিপুরী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সিলেট প্রেসক্লাবের সদস্য সুনীল সিংহের মাতা প্রমিলা সিনহার মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক সিলেটের ডাক পরিবারের শোক : দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার সুনীল সিংহের মাতা প্রমিলা সিনহার মৃত্যুতে দৈনিক সিলেটের ডাক পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী, সম্পাদক আব্দুল হাই ও নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।