লন্ডনে দৈনিক সিলেটের ডাক-এর সাবেক সাব এডিটর আশিক মোহাম্মদের দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:৪৫:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেটের ডাক-এর সাবেক সাব এডিটর, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আশিক মোহাম্মদ এর নামাজে জানাজা শনিবার (১৪ জানুয়ারি) বাদ জোহর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কমিউনিটি এক্টিভিস্টসহ বিপুল সংখ্যক লোক অংশ নেন। নামাজে জানাজায় ইমামতি করেন ব্রিক লেন মসজিদের প্রধান খতিব মাওলানা নজরুল ইসলাম।
জানাজার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর খালিছ উদ্দিন। জানাজা শেষে দোয়া পরিচালনা করেন সিলেটের সৎপুর কামিল মাদারাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান। জানাজার নামাজ ও দাফন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম আশিক মোহাম্মদের সহকর্মী দৈনিক সিলেটের ডাক পরিবারের সদস্যবৃন্দ যথাক্রমে সাবেক নির্বাহী সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার, মাহবুব রহমান, মুসলেহ উদ্দিন আহমদ, আহমেদ শামিম, সালেহ আহমেদ খান, জামাল আহমদ, মুহাম্মদ জুবায়ের, তাওহিদ চৌধুরী।
এছাড়াও আরও যোগ দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা ও নবাব উদ্দিন, বর্তমান সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, এমরান আহমদ, বাংলা মিরর অনলাইন সম্পাদক আব্দুল করিম গনি, ইউকেবিডিনিউজ ডটকম সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ুম, সাংবাদিক ও লেখক আবদুল মুনিম জাহেদি ক্যারল, সাপ্তাহিক জনমত এর ম্যানেজিং এডিটর আমিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আকবর হোসেন, সত্যবানী ডটকম এর সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক শফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মকসুদ আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিলের নেতা সুফি সোহেল আহমদ। পরে পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট সেমিট্রিতে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি শুক্রবার লন্ডন সময় ভোর ৪ টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) পূর্ব লন্ডনের বেথনাল গ্রীণ এলাকার হ্যাকনি রোডস্থ বাসায় আশিক মোহাম্মদ ইন্তেকাল করেন।