দৈনিক সিলেটের ডাক-এ শোক সভা ও দোয়া মাহফিল
সাংবাদিক আশিক মোহাম্মদের স্মৃতি অমলিন থাকবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৭:৫৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ আশিক মোহাম্মদ ছিলেন একজন আপাদমস্তক সাংবাদিক। সত্য অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তাঁর পরিচিতি ছিলো সিলেটজুড়ে। বিশেষ করে দৈনিক সিলেটের ডাক-এর উন্মেষকালে যে কজন সাংবাদিক অপরাধ-দূর্নীতি উন্নয়ন রাজনীতি নিয়ে দুহাত খুলে লিখেছিলেন, তুলে ধরেছিলেন শোষিত বঞ্চিত মানুষের কথা, আশিক মোহাম্মদ ছিলেন তাদের অন্যতম। যার জন্য সিলেটের ডাক ছেড়ে যাওয়ার ২২ বছর পর দৈনিক সিলেটের ডাক তাকে স্মরণ করছে। সিলেটের ডাক-এর ইতিহাসে তার স্মৃতি অমলিন হয়ে থাকবে।
গতকাল শনিবার দৈনিক সিলেটের ডাক এর সাবেক সাব এডিটর যুক্তরাজ্য প্রবাসী আশিক মোহাম্মদের মৃত্যুতে দৈনিক সিলেটের ডাক আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
দৈনিক সিলেটের ডাক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের। দৈনিক সিলেটের ডাক এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বর্তমান ও প্রাক্তন সহকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন-দৈনিক সিলেটের ডাক এর সাবেক নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাব এডিটর আবদুস সবুর মাখন, বদরুদ্দোজা বদর, পুলিন রায়, খালেদ আহমদ, জাবেদ আহমদ, রাজু আহমদ, মুহাম্মদ তাজ উদ্দিন, লুৎফুর রহমান, আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স, নূর আহমদ, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সমর ব্যানার্জি প্রমুখ।
আলোচনা পর্বে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, আশিক মোহাম্মদ এর সাথে সরাসরি কাজ না করলেও তার সাথে প্রেসক্লাব কেন্দ্রিক একটি সুসম্পর্ক ছিল। সিলেটের ডাক-এ যোগদানের আগে আশিক বিদেশে চলে গিয়েছিলেন। পরে সিলেটের ডাকের টেবিলে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছিলাম দৈনিক সিলেটের ডাককে তৃণমূলে পৌঁছে দেয়ার যে কজন কারিগর ছিলেন, আশিক ছিলেন তার অন্যতম। সিলেটের ডাক এর অগ্রযাত্রা ও জনপ্রিয়তার পেছনে আশিকের অবদান অনস্বীকার্য।
তিনি আরো বলেন, বাংলাদেশ এর সংবাদপত্র একটি কঠিন সময় পার করছে। তবে দৈনিক সিলেটের ডাক এই কঠিন সময়েও ভালো অবস্থানে রয়েছে। কর্তৃপক্ষের সঠিক দিক নির্দেশনায় সিলেটের ডাক আজ স্থানীয় সংবাদ মাধ্যম হিসেবে শীর্ষে অবস্থান করছে।
ইকবাল সিদ্দিকী আরো বলেন, দীর্ঘদিন পরে এসেও সিলেটের ডাক আশিক মোহাম্মদকে মনে রেখেছে। সেটি একজন সাংবাদিকের জন্য অনন্য প্রাপ্তি। বিশেষ করে সিলেটের ডাক এর সহকর্মীদের বন্ধন অবিশ্বাস্য আস্থার ও অত্যন্ত ব্যতিক্রম। বর্তমান হোক আর প্রাক্তন সহকর্মী হোক কেউ বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়েন। সিলেটের ডাক-এর এই আন্তরিক বন্ধনকে আরো সুসংহত করতে হবে।
সভাপতির বক্তব্যে এনামুল হক জুবের বলেন, সকলের সার্বিক সহযোগিতায় সিলেটের ডাক আজ গণমানুষের পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানবীর ড. রাগীব আলীর দিক নির্দেশনায় ও সাবেক নির্বাহী সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তারের নেতৃত্বে আশিকসহ অন্যরা সংবাদ সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দিতেন বলেই পত্রিকাটি আজো সিলেটের শীর্ষ পত্রিকার স্থান দখল করে রেখেছে। আশিক মোহাম্মদের সাংবাদিকতায় আসার প্রেক্ষাপট বর্ণনা করে সাংবাদিক এনামুল হক জুবের আরো বলেন, আশিক মোহাম্মদ ব্যক্তি হিসেবে ছিলেন অনন্য। তার কাজের প্রতি আন্তরিকতা ছিল। ছিলেন আপাদমস্তক সাংবাদিক। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
পরে আশিক মোহাম্মদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মধুবন মসজিদের পেশ ইমাম।
সিলেট প্রেসক্লাবের শোক ঃ সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আশিক মোহাম্মদের মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।