সাবেক সচিব পরীক্ষিৎ দত্ত চৌধুরীর পরলোকগমন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৮:০১:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের তালতলাস্থ উপেন্দ্রভবন নিবাসী স্বর্গীয় প্রকৃতি রঞ্জন দত্ত চৌধুরীর মেজো ছেলে সরকারের সাবেক সচিব পরীক্ষিৎ দত্ত চৌধুরী পরলোকগমন করেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ আট মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। স্ত্রী, ২ ছেলে ও অসংখ্যা আত্মীস্বজন রেখে গেছেন। অবসর প্রাপ্ত অবস্থায় তিনি তিনবছর কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।