সিলেটে মতবিনিময় সভায় বক্তারা
সানাবিল ফাউন্ডেশন দেশ বিদেশের সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৮:০৫:২১ অপরাহ্ন
সিলেটে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক চ্যারিটি সংগঠন সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই সভায় সিলেটে বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আবু বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন-সানাবিল ফাউন্ডেশনের সহসভাপতি ডা. মো. জিয়াউর রহমান চেীধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিনা চৌধুরী, সিলেট এমসি কলেজের অধ্যাপক তৌফিক ইয়াজদানী চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভাল কাজ করতে হলে ইচ্ছা থাকাই যথেষ্ট। সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের প্রচুর টাকা আছে; কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত আগ্রহ নেই।
বক্তারা আরও বলেন, যারা মানুষের কল্যাণে কাজ করেন তারা নিঃসন্দেহে মহৎ। সানাবিল ফাউন্ডেশন দেশবিদেশের সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করছে। যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই মহৎ হৃদয়ের অধিকারী।
সিলেটে সানাবিল ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সংগঠনের সহসভাপতি ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, বস্ত্র ও বাসস্থান এই ৫টি বিষয়ের উপর সিলেট জেলায় কাজ করছে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এ সংগঠন বিশেষ সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা চৌধুরী, ফারজানা ইসলাম, খলিল আহমদ, জামিল আক্তার চৌধুরী, ইহরাজ চৌধুরী, মাহরান চৌধুরী, বায়েজিদ মাহমুদ ফয়সল, সাদিয়া আক্তার খান, মো, আলমগীর মিয়া, সামিয়া চৌধুরী, তাইফা চেীধুরী, ডা. ইনাম আহমদ চেীধুরী, মো. ফরিদ আহমদ, সাব্বির আহমদ ও ফয়সাল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি