জেলা প্রশাসনের কর্মকর্তাদের বাঁধ পরিদর্শন
শাল্লায় বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের ২২টি প্রকল্পের কাজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৮:০৮:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা ২২টি প্রকল্পের বাঁধের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার উপজেলার ছায়ার হাওর, ভান্ডাবিল হাওর ও উদগল হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) কাবিটা স্কিম প্রণয়ন ও মনিটরিং জেলা উপকমিটির আহ্বায়ক শেখ মহি উদ্দিন। এসময় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. আবু তালেব, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী ও খাল পুন: খননের জন্য স্কীম প্রস্তুত ও বাস্তবায়ন কাজের পর্যবেক্ষণ বিষয়ক জেলা পর্যায়ে বিশেষ কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখা কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, শাল্লা উপজেলা থেকে ১৯৭টি স্কিমের প্রস্তাব জেলা কমিটিতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৮টি স্কিম অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, ১৫ ডিসেম্বর ১১টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল শনিবার পর্যন্ত মোট ২২টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। গতকাল শনিবার কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং জেলা উপকমিটির আহ্বায়ক শেখ মহি উদ্দিন শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাইতি ক্লোজার ও ভান্ডাবিল হাওর এবং উদগল হাওরের অন্তত ২০টি প্রকল্পের বাঁধের কাজ পরিদর্শন করেছেন।
এদিকে, জেলা প্রশাসক ও জেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নেতৃত্বে জেলা কাবিটা কমিটির নেতৃবৃন্দ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন স্থানে চলমান হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন,সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান প্রমুখ।