ভোটার তালিকা হালনাগাদ নতুন ভোটার যুক্ত হচ্ছেন ৮০ লাখ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:০৪:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : ভোটার তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় ৮০ লাখ নতুন ভোটার। রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।
গত জুন থেকে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কাযক্রম চলে। ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০১৬ ও ২০১৯ সাল থেকে তিন বছর পর পর (১৫-১৭ বছর বয়সী ও ভোটারযোগ্যদের) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলে।
এবারের হালনাগাদের তথ্য তুলে ধরে সচিব বলেন, এ চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটারযোগ্য হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। ২০২২ সালে ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ০১০ জন। হালনাগাদের সময় এ তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ২২ লাখ ৯ হাজার ১২৯ জন।
সচিব বলেন, সব মিলিয়ে মৃতদের বাদ ও নতুনদের অন্তর্ভুক্ত করে এ বছরের খসড়া ভোটার তালিকা নতুন অন্তর্ভুক্তযোগ্য ভোটারের সংখ্যা ৫৭ লাখ ৭৪ হাজার ১৪৮ জন, যা ৫.১০%।
এদিকে, এখন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এমন ভোটারের সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন।