লাক্কাতুরায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:২৭:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সিমসন ডে চৌধুরী (৩৩) নামের এক পথচারীর মৃত্যু হয়েছেন। নিহত ব্যক্তি লাক্কাতুরা চা-বাগান এলাকার রাজাবাড়ী উড়িয়াপাড়ার আলেসন ডে চৌধুরীর পুত্র। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দর থানার লাক্কাতুরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, আম্বরখানা থেকে কোম্পানীগঞ্জগামী একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-ভ-১১-০১১১) গতকাল সকাল সাড়ে সাতটার সময় এয়ারপোর্ট থানার লাক্কাতুরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পথচারী সিমসন ডে চৌধুরীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রাইভেট কারের চালক মোঃ রিয়াজ উদ্দিন অন্তর (২৫) ঢাকার গুলশান এলাকার (গুলশান-১, রোড নং-১৫, বাসা নং-০৫, ফ্ল্যাট নং-বি/৩, থানা-গুলশান-১) জসিম উদ্দিনের পুত্র। এ সময় কারের চালকসহ আশপাশে লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে বারোটার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার উদ্ধার করে এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া চালক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়।