শাবিতে পুনরায় সপ্তাহজুড়ে সশরীরে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চালু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:৩২:১৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনরায় বৃহস্পতিবারসহ সপ্তাহে পাঁচদিন সশরীরে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা এমনিতে সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারি, এরমধ্যে ৪দিন ক্লাস করলে আমাদের সিলেবাস শেষ হচ্ছে না। তাই আমরা আগের মতো বৃহস্পতিবারসহ সপ্তাহে ৫ দিন করে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করব। আগামী ১৯ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হবে। সেই সাথে বাসও চলাচল করবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের আগস্ট থেকে সরকার জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার ফলে সপ্তাহে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের পরিবহনও বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং সপ্তাহের বাকি চারদিন সশরীরে ক্লাস ও পরিবহন চলাচল করছিল।