৭টি বামপন্থী সংগঠনের বিবৃতি
‘নাগরিকের মৌলিক অধিকার হরণ বন্ধ কর’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:৩৭:১০ অপরাহ্ন
বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহার, ফোনে আঁড়িপাতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে নাগরিকের মৌলিক অধিকার হরণ বন্ধ করা, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট অবসানের লক্ষ্যে ৭টি বামপন্থী সংগঠন গতকাল রোববার আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে এক বৈঠকে মিলিত হয়।
নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, দলিলের রহমান দুলাল, গণমুক্তি ইউনিয়ন এর আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এর সভাপতি মাসুদ খান ও নয়া গণতান্ত্রিক গণমোর্চা নেতা বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ বিদ্যুতের আরেক দফা মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বিদ্যুতের মূল্য বাড়িয়ে দিয়ে জনজীবনের সংকটকে আরো গভীর সমস্যায় ফেলে দিয়েছে।-বিজ্ঞপ্তি