মেয়র আরিফসহ বিভিন্ন মহলের শোক
ক্রীড়ানুরাগী মাহি উদ্দিন আহমদ সেলিমের মায়ের দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:৪০:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নয়াসড়ক বিজনেস ফোরামের সভাপতি, ফ্যাশন হাউজ ‘মাহা’র স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগমের (৮৬) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে সমাজের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এদিকে, চেমন আরা বেগমের মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় সিসিক মেয়র মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিমের মাতার ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এছাড়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, আফজাল রশিদ চৌধুরী, ফেরদৌস চৌধুরী রুহেল ও মঈন উদ্দিন আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক নাজনীন হোসেন ও হানিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, কার্যনির্বাহী সদস্য শমসের জামাল, আব্দুর রকিব, রেজওয়ান আহমদ, দীপাল কুমার সিংহ, সৈয়দ তকরিমুল হাদী কাবী, আবু আনাম মোহাম্মদ মিরাজ (জাকির), সমর চৌধুরী, নুরে আলম খোকন, মাহমুদ হোসেন শাহীন, হাজী মিলাদ আহমদ, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু, মারিয়ান চৌধুরী মাম্মী, হাসিনা মহিউদ্দিন, মোঃ রাজ্জাক হোসেন ও মস্তাক আহমদ পলাশ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, আব্দুল জব্বার জলিল ও শঙ্খ শুভ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও সিপার উদ্দিন আহমদ এবং কার্যনির্বাহী সদস্য হাজী হেলাল উদ্দিন আহমদ, মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, মোঃ রেজওয়ানুল হক রাজা, মোজাম্মেল হক মুনিম, ইশতিয়াক আহমদ শামীম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল ও তামান্না ইয়াসমিন নাজমী, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, মৌলভীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শফিক, আ ন আ আ মাহবুব আহমদ, খন্দকার ফজলুর রহমান বাবুল ও আব্দুল হালিম (সুনু মিয়া), সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস ও ফয়জুল হক চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া, আজাদুর রহমান আজাদ ও জাহান ই আলম নুরী চৌধুরী রাহেল, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ আলী আশরাফ চৌধুরী খালেদ ও মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক সুদেব শর্ম্মা চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক মুফতি আব্দুল খাবির এবং সাবেক কার্যনির্বাহী সদস্য এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট নাসির উদ্দিন খান, মখলিছুর রহমান বাবলু, ছিদ্দিকুর রহমান, মঞ্জুর আহমদ চৌধুরী, গোলাম হাদী ছয়ফুল ও মহসিন আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মহবুব আহমদ, আলহাজ¦ মোঃ জাহেদ, মোঃ ইমরান চৌধুরী এবং সাবেক কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম আরিজ, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাবিনা সুলতানা, ক্রীড়া সংগঠক জয়দেব শর্ম্মা চৌধুরী, কৃষ্ণপদ দে, আক্কাছ উদ্দিন আক্কাই, রিয়াজ উদ্দিন হেলাল ও ক্লাব কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপ-কমিটির কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তুহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন পৃথক শোক বার্তায় চেমন আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া, মা ফাউন্ডেশন সিলেট’র চেয়ারম্যান মামুন হাসান অপর এক বার্তায় শোক প্রকাশ করেছেন।