লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:৪৩:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ১২তম ব্যাচের জয়ব্রত ভট্টাচার্য তুষারের স্মরণে ১১ জানুয়ারি সন্ধ্যায় সি-ই ফ্যামিলির উদ্যোগে একটি অনলাইন স্মরণ-সভা আয়োজন করা হয়। এতে জয়ব্রত ভট্টাচার্য তুষারের পরিবারের সদস্য, ডিপার্টমেন্টের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীগণ যোগদান করেন।
উল্লেখ্য, জয়ব্রত ভট্টাচার্য তুষার গত ১৮ ডিসেম্বর রাতে ঘুমের মধ্যে মৃত্যু বরণ করেন।