কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:৪৫:২৩ অপরাহ্ন
কুলাউড়া অফিস : কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আবদুল ওয়াহিদ (২৮) টিলাগাঁও এলাকার মৃত গৌস মিয়ার পুত্র। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দুপুর ১২টার দিকে ওয়াহিদ রেললাইনে বসা ছিলেন। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।