শাবিকে বিশ্বমানের করে গড়ে তোলার প্রচেষ্টা চলছে: ভিসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ২:৫৮:০৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে শিক্ষা ও গবেষণায় বিশ^বিদ্যালয় প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে। আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) সফল করতে আমরা সকল ধরনের কর্মপ্রক্রিয়া শুরু করেছি। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টোয় আমরা সফল হবো।
রোববার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে Workshop on OBE Curriculam: Letter Coding Of General Education Courses’-শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মুহসিন আজিজ খান এবং অনুষ্ঠান সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম।
কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।