পর্যালোচনা সভায় জেলা প্রশাসক
বাল্য বিয়ের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৩, ৩:২৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাল্য বিয়ে হ্রাস পেলেও এখনো নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে সোস্যাল মিডিয়ায় প্রচারণা চালানোর ওপর জোর দেন তিনি।
গতকাল রোববার বিকেলে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ অবহিতকরণ ও পর্যালোচনা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাল্য বিয়ে কেবল স্বাস্থ্য ঝুঁকিই সৃষ্টি করে না, সমাজের জন্য নেতিবাচক বার্তা নিয়ে আসে। বাল্য বিয়ে পুরোপুরি নির্মূল করতে অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা ও রাজনীতিবিদসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, বাল্যবিবাহ নিরোধে জেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। শাস্তি দেওয়া হয়েছে অনেক কাজীকে। এ ধারা অব্যাহত থাকবে।
সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও এফআইবিডিবি এই আলোচনা সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। আলোচনায় অংশ নেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, এফআইভিডিবি সিইএমবি প্রকল্পের সিলেট বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম মঞ্জুর, বিভাগীয় সমন্বয়ক জাহেদ আহমদ ও প্রজেক্ট এসোসিয়েট আবু বকর সিদ্দিকী। এছাড়াও সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।