পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৭:১০:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পৃথক সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগরীতে মোটরসাইকেল আরোহী সহ ২ জন প্রাণ হারিয়েছেন। নবাব রোডে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন মোটরসাইকেল আরোহী। হবিগঞ্জের লাখাইয়ে অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর নবাব রোড এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল থেকে ছিটকে ফুটপাতে উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান বাগবাড়ির শহিদ মিয়ার পুত্র হৃদয় আহমদ (২৭)। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-২০-৬২০৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-০১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে সংঘটিত সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান হৃদয়। উড়ে গিয়ে তিনি পড়েন পার্শ্বস্থ ফুটপাতে। মাথায় গুরুতর আঘাত পান তিনি।
এদিকে, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা নবাব রোড অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় সড়কের উভয় দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে মাইক্রোবাসটি জব্দ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি জব্ধ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তÍুতি চলছে। মাইক্রোবাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এদিকে, লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত লাখাইর পরিবার পরিকল্পনা সহকারী শিখা রাণী দাশ (৪০) মারা গেছেন। শিখা গত শনিবার সন্ধ্যায় জেলা শহর থেকে অটোরিক্সায় বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে শিখা গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল সোমবার ভোরে সিলেট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, শিখার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে। সাড়ে তিন বছর আগে তার স্বামী স্কুল শিক্ষক অমল চন্দ্র দাশ মারা গেছেন। তাদের দুটি সন্তান রয়েছে।
এছাড়া, গত রোববার সন্ধ্যায় দিরাইয়ের সুজানগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।