শাবিতে ভবন থেকে পড়ে আইসিইউতে এক শ্রমিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৭:২৪:৪৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাচান ভেঙে দু’তলা ভবনের উপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন নাঈম আহমদ (২০) নামের এক শ্রমিক। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি এর পাশের ওয়ার্কশপে রং করা অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নাঈম আহমদ একজন রং মিস্ত্রি। তিনি দু’তলা এ ওয়ার্কশপের উপরে মাচানের উপরে বসে রং করছিলেন। হঠাৎ মাচানের বাঁশ ভেঙে তিনি নিচে পড়ে যান। পড়ে যাওয়ার শব্দ শুনে আমরা দ্রুত সেখানে যাই এবং অ্যাম্বুলেন্স এনে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। তার হাত ভেঙে যায় এবং নাক-মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল।
রং মিস্ত্রির ঠিকাদার আসগর আলীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার ডাক্তার তার চিকিৎসা করে নি। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার দুই হাত ও মুখের নিচের অংশ ভেঙে গেছে এবং নাক থেঁতলে গেছে। মাথায়ও প্রচন্ড আঘাত পেয়েছেন। এখনো তার জ্ঞান ফেরে নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে কল দিলে পাওয়া যায় নি। তবে, সহকারী প্রক্টর এ কে এম আশিকুজ্জামান বলেন, বিষয়টা মর্মান্তিক। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আহত শ্রমিকের বাড়ি জালালাবাদ থানার ইনাতাবাদ গ্রামে। তার পিতার নাম ওয়াতির আলী।