দক্ষিণ সুরমায় সিসিকের উচ্ছেদ অভিযান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৭:২৮:৪৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশন। গতকাল সোমবার পরিচালিত অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ভবন ও দোকান।
সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় সড়কের পাশে বেশকিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। ফলে ওই এলাকায় সব সময় জলাবদ্ধতা লেগেই থাকে। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এ অবস্থায় সওজ ও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মিলে যৌথভাবে গতকাল সোমবার উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।