আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করেছে —– আব্দুল কাইয়ুম জালালী পংকী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৭:৫৩:১৮ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার লুটপাট করে বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। একদিকে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে প্রতিনিয়ত বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। এ সরকার শুধু বিদ্যুৎ ব্যবস্থাকেই নয়, সর্বক্ষেত্রে লাগামহীন লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ আজ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। সর্বস্তরের জনতাকে এই লুটেরা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
গতকাল সোমবার বিকেলে চলমান ১০ দফা আন্দোলন কর্মসূচি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, সৈয়দ মিসবাহ্ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মইনুদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, সদস্য আমির হোসেন, সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহবুব চৌধুরী ও আকতার রশিদ চৌধুরী।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে জেলা যুবদল সভাপতি মোমিনুল ইসলাম, মহানগর যুবদল সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, যুবদল সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, স্বেচ্ছাসেবক দল মহানগর সদস্য সচিব আফসর খান, মহিলাদল সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, ছাত্রদল মহানগর সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, শ্রমিকদল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, জাসাস মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন বিপুলসহ নগরীর প্রত্যেক ওয়ার্ডের বিএনপি পরিবারের নেতারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি