মাধবপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৭:৫৩:৫৫ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরের ইটাখোলা গ্রামের একটি বাড়ি থেকে গতকাল সোমবার সকালে পোশাক শ্রমিক শিপন দেবনাথ (২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নোয়াপাড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বড়উড়ি গ্রামের ইন্দ্র কুমার দেবনাথের ছেলে।
এ ব্যাপারে মাধবপুর থানার এসআই মানিক সাহা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত রোববার রাতের কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।