শান্তিগঞ্জে ১১ চোরাই গরুসহ চার চোর আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৭:৫৪:৪৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শান্তিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩ চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়। গত রোববার দিবাগত রাতে জগন্নাথপুর থানার লাউতলা গ্রামে এ অভিযান চালানো হয়। ধৃতরা হলো, জগন্নাথপুর থানার পাটলী ইউনিয়নের লাউতলা নুরবালা গ্রামের ছলিম উল্লাহর ছেলে মোঃ চন্দন মিয়া, চন্দন মিয়ার ছেলে সিহাব উদ্দীন, নেত্রকোণা জেলার আটপাড়া থানার ইসাইল গ্রামের রবি মিয়ার ছেলে জীবন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতের আঁধারে চোরদল ডুংরিয়া শিবপুর গ্রামের কবির মিয়ার ৭টি গরু এবং জয়কলস নোয়াগাঁও গ্রামের সুরুজ আলীর ৪টি গরু চুরি করে। পরদিন কবির মিয়া ও সুরুজ মিয়া বাদি হয়ে শান্তিগঞ্জ থানায় পৃথক মামলা করেন। মামলা নং ০৭ ও ০৮, তারিখ ১৬.০১.২৩। তাদের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১১টি গরু উদ্ধার ও জড়িত ৩ চোরকে গ্রেফতার করে পুলিশ।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী জানান, উদ্ধারকৃত গরু মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ধৃত ৩ চোরকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।