দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা ——কলিম উদ্দিন আহমদ মিলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:১৪:৪৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ‘সরকারের লুটপাটের কারণে দেশে আজ সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এর মধ্যে দফায়-দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে মরার উপর খাড়ার ঘা সৃষ্টি করা হয়েছে।’
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার ছাতকে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের বাসস্ট্যান্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ‘রাজপথের আন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটানো হবে। দেশের মানুষ এ সরকারের হাতে নিরাপদ নয়। দেশ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে সরকার।’
ছাতক পৌর বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামসুর রহমান সামছুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, জেলা বিএনপি নেতা ছায়াদুজ্জামান, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দীন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।