স্থায়ী উন্নয়নে হাসিনা সরকারের স্থায়িত্ব প্রয়োজন : পরিকল্পনামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:১৫:১৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্থায়ী উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের স্থায়িত্ব প্রয়োজন। স্থায়ী ও শক্তিশালী সরকার হতে যা যা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের সব রয়েছে।
গতকাল সোমবার স্মার্ট বাংলাদেশের জন্য স্থায়ী উন্নয়ন পরিকল্পনা শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) কম্পিউটার প্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারটি রাজধানীর কাকরাইলে সংস্থার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে। পশ্চিমারা এসে করে দেবে না। স্থায়ী উন্নয়নের জন্য স্থায়ী নেতৃত্বের প্রয়োজন।
এম এ মান্নান আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে ধৈর্য প্রয়োজন। সফল দেশগুলো দ্রুতই সফল হয়নি। যেকোনো উন্নতির জন্য ধারাবাহিকতা দরকার। স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন স্থায়ী হয় না। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা না থাকলে পদ্মা সেতু হতো না। রূপপুর পারমাণবিক কেন্দ্র এবং বঙ্গবন্ধু টানেলও হতো না।