বিদ্যুৎখাতে দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ —- কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:৩৪:৩৮ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সরকার দেশের মানুষকে বিদ্যুৎ দেয়ার নামে তামাশা করছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের ট্যাক্সের শত শত কোটি টাকা ভর্র্তূকি দেয়া হয়েছে। বিদ্যুৎখাতে দুর্নীতির কারণে দেশের জনগণ আজ তার মাশুল দিচ্ছে। দেশ পরিচালনায় সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই এ দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়ে ফেলেছে।’
গতকাল সোমবার বিকেলে ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা ও সদর উপজেলা বিএনপি আয়োজিত পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৃথক দু’টি কর্মসূচিতে প্রধান বক্তা সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশ আজ গভীর সংকটে। এই সংকট থেকে উত্তরণের জন্য এ সরকারের পদত্যাগ করার বিকল্প নেই।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, ইকবাল বাহার চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।
দক্ষিণ সুরমা : গতকাল বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্বিন ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, লোকমান আহমদ, আব্দুল লতিফ খান, জয়দুল ইসলাম জয়দু, জিলা মিয়া মেম্বার, আজমল আলী, আবুল হাই মাসুক, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, হাজী গুলজার, আব্দুল গাফফার, আব্দল মুনিম ছইল, মনিরুল ইসলাম তুরন, মুহিবুর রহমান মুহিব, শাহ মাহমদ আলী, সুহেল ইবনে রাজা প্রমুখ।
সিলেট সদর : গতকাল বিকেল সাড়ে ৪ টায় সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে তেমুখী পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টুকের বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এমকেএম তারেক কালাম, সামিম আহমদ, সাইদ আহমদ, এডভোকেট মুজিবুর রহমান রফিকুল ইসলাম শাহ পরান, মামুনুর রশিদ মামুন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, আজির উদ্দিন চেয়ারম্যান, ইসলাম উদ্দিন, এনাম হোসেন, রফিকুল ইসলাম, বাদশাহ আহমদ, মুজিবুর রহমান, জৈইন উদ্দিন, হাজী জাহেদ আহমদ, আকবর আলী, আব্দুল খালিক, ফারুক মিয়া, মাসুক মিয়া, সফিক আলী, সইদুল ইসলাম, ফকর উদ্দিন,বাচ্চু মিয়া, আগুর আলম, কবির আহমদ নুনু, নজরুল ইসলাম, হাজী মানিক মিয়া, টিটন মল্লিক, আবুল হাসনাত, আইনুল হক, আমিনুর রহমান আমিন, আব্দুল সালাম, এনাম হোসেন, আলীবুর রহমান, বাবুল মিয়া, তারেক, মোশাহিদ, আব্দুল আহাদ লিমন, সাইদুল, ফুল মিয়া, নুরেস আলী, তারেক মনোয়ার, দিলোয়ার হোসেন সায়েম, সুজন, রাব্বি, রুবেল, কবির, মিনহাজ, জাহাঙ্গীর, রুবেল, ইমরান প্রমুখ।