প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে যাচ্ছেন হবিগঞ্জের জুয়েল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৩, ৮:৩৬:৩৮ অপরাহ্ন
প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে যাচ্ছেন হবিগঞ্জের জুয়েল মিয়া। আজ মঙ্গলবার এই আমন্ত্রণে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এস্টেটের ইয়াং লিডাররা। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সাথে মধ্যাহ্ন ভোজসহ সেমিনারে অংশ নেবেন তারা।
জুয়েল মিয়া একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের হোয়াইট হাউজের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তার দেশের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার অমৃতা গ্রামে। জাতিসংঘের বিভিন্ন কাজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এস্টেট এবং বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। বিশেষ করে ইয়াং লিডারশিপ সেমিনারসহ ও বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান করেছেন জুয়েল। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত জুয়েল মিয়া বাংলাদেশেও বিভিন্ন সেবামূলক কাজে জড়িত। তিনি জাতিসংঘের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের সাথে মিলিত হন।-বিজ্ঞপ্তি