কুলাউড়ায় আ.লীগের গণসংবর্র্ধনায় নাদেল
শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৬:৫০:১১ অপরাহ্ন
সুশীল সেনগুপ্ত, কুলাউড়া অফিস : পুনরায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেলকে কুলাউড়ায় বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে কখনো দেশ পথভ্রষ্ট হবে না। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান শামীম, যুগ্ম সম্পাদক বাবু গৌরা দে ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেন, বদরুল ইসলাম বদর ও জামাল হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। সন্ধ্যার পূর্বমুহূর্ত পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম চলে।