আদালত ভবনের সামনে মানববন্ধন
সিলেটে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের জোর দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৬:৫২:৫৮ অপরাহ্ন

সিলেট বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও দায়রা আদালত ভবনের সামনে বিশাল মানববন্ধনে তারা এ দাবি জানান ।
সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এ কে এম শমিউল আলম, এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, জেলা বারের নবনির্বাচিত সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিনিয়র আইনজীবী আক্তার হোসেন খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শামীম হাসান চৌধুরী, বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সিনিয়র আইনজীবী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট জহুরা জেসমিন, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট সালমান উদ্দিন, এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট কবির আহমদ, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট সুলতানা রাজিয়া ডলি, এডভোকেট শাবানা ইসলাম, এডভোকেট আব্দুল মালেক, এডভোকেট আলী হায়দার, এডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে অতীতে হাইকোর্ট বেঞ্চ ছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারণে সিলেট থেকে বেঞ্চটিকে তুলে নেয়া হয়। যার কারণে হাইকোর্টে প্র্যাকটিসরত আইনজীবীগণের পাশাপাশি বিচারপ্রার্থী মানুষের ভোগান্তির শেষ নেই। সিলেটে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। তাই, সিলেটে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করতে হবে। এতে করে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং মামলা নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানববন্ধনে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়রসহ বিপুল সংখ্যক আইনজীবীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি