সিরাজ উদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
কর্মের মাধ্যমেই তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন —- এডভোকেট নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৭:০৫:২৮ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ তাঁর কর্মের মধ্যে অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন। তিনি আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত সিরাজ উদ্দিন আহমদ একাডেমিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করে আলোকিত মানুষ হচ্ছে। প্রতিষ্ঠানটি এ অঞ্চলে আধুনিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার সিরাজ উদ্দিন আহমদ একাডেমিতে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সিরাজ উদ্দিন আহমদ একাডেমি ও সিরাজ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করেছেন। বিশেষ করে নারী শিক্ষায় রয়েছে অসাধারণ সাফল্য। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুন প্রজন্মকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। ২০৪১ সালের আগেই আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই।
সিরাজ উদ্দিন আহমদ একাডেমির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামিম আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সফির আহমদ কামাল ও মো. ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মতিউর রহমান মতি, লতিফা শফি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম দুলাল।
এ সময় বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মো. বেলাল আহমদ, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের শাহেদ, সাবেক কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, অভিভাবক সদস্য শাহ রাজা মোঃ আহমদুর রব ও আবুল কালাম মনসুর, বিশিষ্ট সমাজসেবী রফিকুল ইসলাম রফু, শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাদির সাদেক, টিপু আহমদ, ফখরুল ইসলাম, মনির উদ্দিন, ইকবালুর রহমান, কামাল আহমদ খোকন, সহকারি প্রধান শিক্ষক মোকাব্বির আলী, সিরাজ কিন্ডারগার্টেন প্রিন্সিপাল শাহনেওয়াজ মনি, সিনিয়র শিক্ষিকা আমিনা বেগম, শিক্ষক আলাউদ্দিন, স্কুল ছাত্র মারজানুর রহমান শিহাব, ফারহানা বেগম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির ছাত্র মারজানুর রহমান শিহাব।
এদিকে, সিরাজ উদ্দিন আহমদ এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ঐদিন সকাল ১০টায় তাঁর কবর জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১টায় সিলেট জেলা পরিষদের অর্থায়নে সিরাজ উদ্দিন আহমদ একাডেমির শহিদ মিনার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। এরপর পবিত্র কুরআনে খতম, বয়ান পেশ ও তাঁর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি