ওয়ার্ল্ড ভিশন-এর কম্বল পেলো সিলেটের ৪ হাজার শিশু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৭:১২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শীতার্ত শিশুদের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা ওয়ার্র্ল্ড ভিশন বাংলাদেশ। সিলেট সদর উপজেলার চার ইউনিয়নের ৪ হাজার ৬২৮ জন শিশুর মাঝে কম্বল বিতরণ করেছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার দুপুরে টুকেরবাজার এলাকার জাঙ্গাইল সফির উদ্দিন স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে শিশুদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশন এর কম্বল বিতরণ একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। শিশু সুরক্ষা নিশ্চিতে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন’ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জে কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।
ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মনাফ, জাঙ্গাইল সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রশিদ আহমদ, জালালাবাদ থানার এসআই ইলিয়াস, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, প্রভাষক সেলিম মিয়া, ইউপি সদস্য কাচা মিয়া, ওয়ার্ল্ড ভিশন’র এন্থনি রংদি, অদিথি পালমা, তৌহিদুল ইসলাম প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশন এর পক্ষ থেকে জানানো হয়, হংকং গভর্নমেন্ট স্পেশাল এ্যাডমিনিস্ট্রেটিভ রিজিওনের অর্থায়নে সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবার ইতোমধ্যে পেয়েছে জরুরি ত্রাণ সহায়তা। এর আওতায় প্রতিটি পরিবার পাচ্ছে ১৫ দিনের খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এবার সিলেট সদর উপজেলার চার ইউনিয়নে তালিকাভুক্ত ৪ হাজার ৬২৮ জন শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংস্থাটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।