সড়কের শৃঙ্খলা রক্ষায় এসএমপি’র মতবিনিময় সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৭:১৪:২৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তা ও বিশিষ্ট সুধীজনদের নিয়ে সড়কের শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত সভায় বক্তারা সড়কের শৃঙ্খলা রক্ষা ও সড়ক দুর্ঘটনা রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, শৃঙ্খলা রক্ষায় ও সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অতীতের মতো ভবিষ্যতেও যানজট নিরসনে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী। অনুষ্ঠানে যানজট নিরসনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে সকলে মতামত প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসএমপির ডিসি ট্রাফিক মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার মোস্তাক আহমেদ পলাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সেক্রেটাফর আব্দুর রহমান জামিল, এসএমপির এডিসি ট্রাফিক সাদেক কাউসার দস্তগীর, টিআই (প্রশাসন) দেলোয়ার হোসেন খান, ইফতেখার হোসেন মাহমুদ প্রমুখ।