উখিয়া সীমান্তে বিজিবি’র আউটপোস্ট লক্ষ্য করে গুলি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৭:২৪:০০ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করলেও, বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা গোলাগুলির খবর শুনেছেন বলে জানিয়েছেন। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘সন্ধ্যায় ধামনখালী সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানি না।’ স্থানীয়দের বরাতে চেয়ারম্যান গফুর উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় ধামনখালী সীমান্তে বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে মিয়ানমারের দিক থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। অন্তত ২০-২৫ মিনিট চলে গুলিবর্ষণ চলে।’ গুলিবর্ষণের বিষয়টি বিজিবির সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যোগাযোগ করা হলে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ মেহেদী হোসাইন কবির সংবাদ মাধ্যমকে বলেন, ‘সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে সীমান্তে গোলাগুলির খবর শুনেছি। আমি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। বিস্তারিত পরে জানাব।’ সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।