অবসরে গেছেন ওসমানীর অধ্যক্ষ ডাঃ ময়নুল: ভারপ্রাপ্ত দায়িত্বে ডাঃ শিশির চক্রবর্তী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৭:২৪:৫৫ অপরাহ্ন
ডাঃ এস, এম আসাদুজ্জামান জুয়েল ॥ অবসরে গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ময়নুল হক। গতকাল মঙ্গলবার ছিল তার শেষ কর্মদিবস।
ডাঃ মোঃ ময়নুল হক ২০১৮ সালের ২৪ ডিসেম্বর অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর দায়িত্ব পালনকালেই বাংলাদেশসহ সারাবিশ্বে কোভিড-১৯ মহামারি দেখা দেয়। সহযোগীদের নিয়ে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কোভিড পরিস্থিতি সামাল দেন। অধ্যক্ষের পাশাপাশি এ মেডিকেলের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের তার চাকুরির মেয়াদ শেষ হবার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তার আরো দুই বছর মেয়াদের জন্য অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০২১ সালের ১৮ জানুয়ারি হতে ২০২৩ সালের ১৭ জানুয়ারি মেয়াদের জন্য তিনি ফের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন। অধ্যক্ষের পাশাপাশি তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে, চাকুরি থেকে অবসরগ্রহণ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন সংগঠন, শিক্ষক, ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অপরদিকে, রুটিন দায়িত্ব হিসেবে গতকাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী তাঁর দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।