শিশুবক্তা রফিকুলসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৭:৩৪:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : গাজীপুরের বাসন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী এবং মাসুম বিল্লাহ নামে একজনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ গঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ পড়ে শোনান। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে। এর আগে, তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন খারিজ করে ১ মার্চ বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেন।
২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোণা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র্যাব। তিনি বর্তমানে কারাগারে। অন্য আসামি মাসুম বিল্লাহ জামিনে মুক্ত আছে।
আদালত সূত্রে জানা যায়, এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। ওই বছরের ১১ এপ্রিল টেকনাগপাড়ার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রপাগাণ্ডা ছড়ানো, হুমকি দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাত, অপমানকর তথ্য প্রকাশ ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ আনা হয়।