জৈন্তাপুরে ইবনে সিনা হাসপাতালের শীতবস্ত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৭:৩৬:৪২ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জৈন্তাপুরসহ সিলেটের বিভিন্ন উপজেলায় ইবনে সিনা হাসপাতাল লি: সিলেটের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হতদরিদ্র ৭০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক ডা. মোদাব্বির হোসাইন, শিক্ষাবিদ আনোয়ার হোসেন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও কর্পোরেট ইনচার্জ শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও ইনচার্জ মুহা. নজরুল ইসলাম মারুফ, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) বদরুল হক, মার্কেটিং অফিসার নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুরে প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সমাজসেবী কিবরিয়া হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ফখরুল ইসলাম, শাহজাহান কবির খান, আবুল হাসিম, এনামুল হক,নাজিম উদ্দিন, সেলিম আহমদ ও জসিম উদ্দিন।