সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা, মা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৭:৫২:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় এক প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার দায়ে মেয়ের মা আছিয়া বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ফারজানা আক্তার (২২) হাজীপাড়ার মৃত আজিজুল করিমের মেয়ে।
পুলিশ জানায়, হাজীপাড়া এলাকার একটি বাসায় প্রতিবন্ধী ফারজানাকে তার মা আছিয়া বেগম হত্যা করে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মা আছিয়া বেগম (৫৫) কে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ প্রথমে নিহত ফারজানার মা আছিয়া বেগমকে আটক করে। পরে নিহতের বড় ভাই নূর আলম বাদী হয়ে মা আছিয়া বেগমকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে আছিয়াকে আদালতে পাঠানো হয়েছে।