বিএনপি নেতা কামাল হত্যা আরো দুই আসামী জেল হাজতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:০০:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যা মামলার দুই আসামীর জামিন নামঞ্জুর হয়েছে। মামলার দুই আসামী শাকিল ও মৃত্যুঞ্জয় গত মঙ্গলবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আল আসলাম মুমিন।
এর আগে মামলার এজাহারভুক্ত আসামী আজিজ হাসান কুটি (৩০), মিশু (২৬) ও মনা (২৫)-কে গ্রেফতারপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সবমিলিয়ে এ মামলায় মোট ৫ আসামী বর্তমানে জেলহাজতে রয়েছে।
গত ৬ নভেম্বর রাত ৯ টার দিকে সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। অতিরিক্ত রক্তক্ষরণেই কামাল মারা যান জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান শামছুল ইসলাম বলেন, কামালের দেহে ২৫টি ছুরিকাঘাত করা হয়। তার বাঁ হাতে ১৬টি, বাম বগলের নিচে ২টি, বুকের বামপাশে ১টি ও বাম পায়ে ৬টি আঘাতের চিহ্ন ছিল। ঘটনার দুদিন পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়। নিহতের ভাই মইনুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। কামাল হত্যা মামলার প্রধান আসামী সম্রাটসহ অন্যদের গ্রেফতার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে সম্প্রতি স্মারকলিপি প্রদান করে সিলেট জেলা বিএনপি।