ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ বিপথগামী হচ্ছে —- চরমোনাই পীর রেজাউল করিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:১৯:৪৬ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, যারা আল্লাহ ও তাঁর রাসুল ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে কিংবা অন্য আদর্শের দিকে লোকদের আহবান করে নিশ্চয়ই তারা পথভ্রষ্ট। ইসলামী ও ধর্মীয় শিক্ষার অভাবে ছাত্রছাত্রীরা বিপথগামী হচ্ছে। অনেক মানুষ অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, ব্যক্তি জীবনে যতটুকু ইসলাম আছে তাও ধ্বংস করার চক্রান্ত চলছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ইসলামী শিক্ষাকে সিলেবাস থেকে বিতাড়ন করা হয়েছে। ডারউইনের নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসে সংযোজন করে ছাত্রছাত্রীদেরকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। তিনি ইসলাম বিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় দেশের জনগণকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
গতকাল বুধবার বাদ ফজর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগ আয়োজিত ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনে আখেরি মোনাজাতের পূর্বে মুসল্লিগণের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করছেন মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম শায়খে চরমোনাই, ডা. মুশতাক আহমদ, হযরত মাওলানা মুফতী ওমর ফারুক সন্দীপী, হাফিজ মাওলানা ইউনুস আহমদ, মাওলানা নুরু হুদা ফয়েজি, মাওলানা খালিদ সাইফুল্লা, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, হযরত মাওলানা আহামদ আলী, মুফতী রেজাউল করীম আবরার প্রমুখ।-বিজ্ঞপ্তি