জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকীতে জেলা ও মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:২৪:৫৬ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বাদ আছর শাহজালাল (রহঃ) দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দরগাহ এলাকায় অসহায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সহ সভাপতি সুহেদুল ইসলাম সুহেদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম এ সামাদ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লস্কর, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো. এলিন শেখ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রনি চৌধুরী, আবুল কালাম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমেদ, সদস্য সচিব জহিরু ইসলাম আলাল, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আলম সৌরভ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ রহমান, ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক রাহেল আহমেদ, ল’ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, ছামাদ আহমেদ, আমিনুর রহমান তাজ প্রমুখ।-বিজ্ঞপ্তি