নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই ———– ডিসি মোঃ মজিবর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:৩০:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরী করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। দক্ষ জনশক্তি শুধু বৈদেশিক অর্থ উপার্জনের হাতিয়ার নয়, বরং এই জনশক্তিই দেশের মূল চালিকা শক্তি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরীতে সরকারের পদক্ষেপ সমূহ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান তিনি।
গতকাল বুধবার বিকেলে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী ব্যক্তিদের অধিকতর কল্যাণ ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত এ কথাগুলো বলেন।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজের সভাপতিত্বে ও সিনিয়র ইনস্ট্রাক্টর জাকির হোসেনের পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সময় টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিলেটের উপসহকারী পরিচালক মাহফুজ উল আদিব, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, প্রবাসী কল্যাণ ব্যাংক সিলেট শাখার অফিসার সৌরভ দাশ, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর নূর মোহাম্মদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক জাকারিয়া আহমদ, অজয় দাশ, পরিবার কল্যাণ সহকারী পান্না রাণী নাথ, হেনা খানম, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের কর্মকর্তা হুসনা ইয়াসমিন মুক্ত, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিলেটের ডিস্ট্রিক ম্যানেজার শুভাশীষ দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন অফিস সিলেটের ইউওয়াইডিও মোঃ আব্দুল আউয়াল, দক্ষিণ সুরমা উপজেলা ইউএফপিও মানদা রঞ্জন তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা এইউওয়াইডিও শফিকুল ইসলাম, সিলেট টিটিসি’র ইন্সট্রাক্টর ওমর ফারুক, শাহ আলম পাটোয়ারী, রেজাউল করিম, দেলওয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, জব রিপ্লেসম্যান্ট অফিসার নিলুফার ইয়াসমিন নিলা প্রমুখ।
সেমিনার সূত্রে জানা যায়, বিশ্ব শ্রমবাজারে চাহিদার ভিত্তিতে কর্মদক্ষ জনশক্তি সৃষ্টি করা, বিভিন্ন দেশের ভাষাজ্ঞান আহরণ, লাগসই ও কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করা, অভিবাসী কর্মীদের সর্বোত্তম সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করাসহ নানামুখী কার্যক্রম পরিচালনার জন্য জেলা পর্যায়ে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। আলোচকরা মানবপাচার ও ভুয়া রিক্রুটিং এজেন্সির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিদের সচেতন হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি