শান্তিগঞ্জে সাবেক অর্থ প্রতিমন্ত্রী ফারুক রশীদ চৌধুরী
গুণগত শিক্ষা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:৩৪:৪০ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সাবেক অর্থ প্রতিমন্ত্রী ফারুক রশীদ চৌধুরী বলেছেন, পড়ালেখা করে শুধু পরীক্ষায় পাশ করলে চলবে না, গুণগত ও নীতিগত শিক্ষা অর্জন করে আগামী দিনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের যুগোপযোগী সৃজনশীল মানসিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার দুপুর ১২ টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সচিব মিতালী তালুকদার ও উদ্যোক্তা রাজা আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জেবা রশীদ চৌধুরী, সায়ান রশীদ চৌধুরী, হাসান ফারুক রশীদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবাব মিয়া, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল হক, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিস উদ্দিন, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনু রঞ্জন মজুমদার, হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবা রানী পাল, আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরী, ইউপি সদস্য ললিত মোহন দাশ প্রমুখ।
অপরদিকে, বেলা ১১ টায় আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সমাজসেবক মাস্টার রুহেল আহমদ চৌধুরীর পরিচালনায় স্কুল পরিদর্শন করেন প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রশীদের পুত্র সাবেক অর্থ প্রতিমন্ত্রী ফারুক আহমদ চৌধুরী, মেয়ে জবা রশীদ চৌধুরী, নাতি সায়াদ রশীদ চৌধুরী, হাসান ফারুক রশীদ চৌধুরী।