শায়েস্তাগঞ্জে নান্না বিরিয়ানিকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৩, ৮:৪৮:৩৮ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ পৌর এলাকার স্টেশন রোডের নান্না বিরিয়ানিকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বেলা দু’টায় অভিযান চালিয়ে খাবারে অনুমোদনবিহীন রঙ ও ক্যামিকেল ব্যবহার, ফ্রিজে পঁচা বাসি খাবার সংরক্ষণ, বাসি খাবার বিক্রিসহ নানা অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করে হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।